দেশটির ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) তথাকথিত চতুর্থ প্রজন্মের
দল ওংকে নেতা হিসেবে বেছে নিয়েছে বলে বৃহস্পতিবার এক ঘোষণায় জানানো হয়।
এ ঘোষণাই ওং-এর পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ করে দিয়েছে বলে জানিয়েছে
বার্তা সংস্থা রয়টার্স।
“পরিকল্পনাটা হচ্ছে লরেন্স (ওং) নির্বাচনের আগে বা পরে
(যদি পিএপি জেতে) প্রধানমন্ত্রী পদে আমার স্থলাভিষিক্ত হবে। নির্বাচন ২০২৫ সালে হওয়ার
কথা রয়েছে, নিশ্চিতভাবে বেশ হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে,” শনিবার সামাজিক
যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই বলেন লি।
দ্বীপদেশটির স্বাধীনতা অর্জনকারী নেতা লি কুয়ান লি’র ছেলে লি সিয়েন
২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
দক্ষিণপূর্ব এশিয়ার এ নগররাষ্ট্রে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকারি
টাস্কফোর্সের কো-চেয়ারের দায়িত্ব পালন করা ৪৯ বছর বয়সী ওং যে ৭০ বছর বয়সী লি’র সম্ভাব্য উত্তরসূরী,
বিশ্লেষকরা তা আগে থেকেই বলে আসছিলেন।
১৯৬৫ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই পিএপির শাসনে চলা দেশটিতে নেতৃত্বের
বদল সাধারণত পরিকল্পনামাফিক ও খুব সতর্কতার সঙ্গে হয়।
লি’র উত্তরসূরী হিসেবে গত বছর পর্যন্ত উপ
প্রধানমন্ত্রী হেং সোয়ি কিয়াটকেই বিবেচনা করা হচ্ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে কিয়াট
পদত্যাগ করলে নেতৃত্বের স্বাভাবিক বদল প্রক্রিয়ায় ছন্দপতন ঘটে।
“আমি এখন ৭০, লরেন্স (ওং) যখন প্রস্তুত হবে তখন তা হাতে
দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছি,” সংবাদ সম্মেলনে
বলেন লি।
পরবর্তী নির্বাচনে কে দলকে নেতৃত্ব দেবে, পরে তা আলোচনা করে ঠিক করে
নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।