মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের পহেলা অগাস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আসছে ৬ মে একইস্থানে এ আয়োজন হওয়ার কথা রয়েছে।
কিন্তু এ ব্যাপারে ‘এখন পর্যন্ত কিছুই জানতে পারেননি’ বলে শুক্রবার নিউ ইয়র্কে আয়োজিত নিজেদের ইফতার মাহফিলে অভিযোগ করে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটেরানস’।
উদ্যোগটিতে স্বাগত জানালেও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানের অনেকেই রয়েছি নিউ ইয়র্কে। তাদের কাউকে জানানোর প্রয়োজনবোধ করেননি কনসার্টের আয়োজক আইসিটি বিভাগ। এমনকি নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটেও এ ব্যাপারে তেমন কোন তথ্য নেই।”
মিরাজ অভিযোগ করেন, “মুক্তিযুদ্ধের স্মৃতিজাগানিয়া ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট হবে অথচ প্রবাসীরা জানতে পারবেন না- এটি হতে পারে না। রাষ্ট্রীয় তহবিলে এত বড় একটি আয়োজনে মুক্তিযোদ্ধারা অবহেলিত থাকবেন তা মেনে নেওয়া যায় না। আশা করছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শিঘ্র এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কন্সাল জেনারেলের প্রতিনিধি কন্সাল আয়েশা হক। তিনি জানান, ঢাকার আইসিটি বিভাগের অধীনে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ কনসার্টের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটেরানসের সদস্য বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সংগঠনের সেক্রেটারি ফারুক হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, লাবলু আনসার, আবুল বাশার চুন্নু, মকবুল হোসেন তালুকদার, রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, রুহুল আমিন ভূইয়া, কামরুজ্জামান শিকদার, শহীদুল ইসলাম, নূর-ই আজম বাবু, শওকত আকবর রীচি, এম এ হাসান, মঞ্জুর আহমেদ, মোস্তফা আহমেদ ভূইয়া, বি এম জাকির হোসেন হিরু ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন কবি হাসান আল আব্দুল্লাহ, নাজনীন সীমন, হ্যাপি রহমান, মুজিব সৈনিক এবং জেবিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ।
ঢাকার ব্যান্ড দল ‘চিরকুট’এবং জার্মানির রকব্যান্ড স্করপিয়ন্স এর অংশ নেওয়ার কথা রয়েছে কনসার্টে। অনলাইনে এ কনসার্টের টিকিটও বিক্রি হচ্ছে। প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের এই কনসার্টের পাস দেওয়ার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটেরানস’।