পুলিশ জানায়, নিহত ফরিদ উদ্দিন ভূঁইয়া নামে কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতেই থাকতেন। তার বাবা-মা আগেই মারা গেছেন।
চার ভাইবোনের মধ্যে সবার ছোট ফরিদ বিকাশে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতেন।
শুক্রবার রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ- হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ বলেন, ফরিদকে শুক্রবার সারাদিন দেখতে না পেয়ে প্রতিবেশী সালাউদ্দিন তার ঘরের জানালা দিয়ে উঁকি মারেন। এ সময় বিছানার উপর ফরিদের লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ফরিদের গলায় ধারাল কোন কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, ফরিদরা দুই ভাই ও দুই বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়িতে থাকেন এবং এক ভাই প্রবাসী। ফরিদকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।