আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখের উপলক্ষ্যে বৃহস্পতিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুইদিন পর শনিবার থেকে আবার বন্দরের আমদানি-রপ্তানি চালু হয়েছে।
তবে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানান তিনি।