শনিবার সকালে জেলার কবিরহাট উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান।
গ্রেপ্তার জসিম উদ্দিন (২৬) জেলার বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুর গ্রামে মাটির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে চার বছরের তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যা করা হয়।
গুলিতে আহত হন তার বাবা আবু জাহের।
ঘটনার পর তাসফিয়ার খালু হুমায়ুন কবির ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা করেন।
ওই দিনই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মীর জাহিদুল বলেন, গ্রেপ্তারকৃত চার আসামিকে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়ে সাত দিনের জন্য হেফাজতে চেয়েছে পুলিশ। আদালতে এখনও শুনানি হয়নি।
অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ওই দিন ১৫-২০ জনের অস্ত্রধারী দল আবু জাহের ও তার কোলে থাকা মেয়েকে লক্ষ করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাসফিয়াকে ইট দিয়ে আঘাত করে তারা। তারপর তারা আরও দুই রাউন্ড গুলি করলে জাহের ও মেয়ে তাসফিয়া লুটিয়ে পড়ে। পরে তাসফিয়া মারা যায়।
তাসফিয়ার বাবা মাটি কেনাবেচার সঙ্গে যুক্ত না, কিন্তু মাটি কেনাবেচায় যুক্ত বিবদমান দুটি পক্ষের সালিশে তিনি ছিলেন। সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করা হয় বলে স্থানীয়দের ভাষ্য।
আরও পড়ুন