ক্যাটাগরি

‍রাজা পারভেজ আশরাফ পাকিস্তানের নতুন স্পিকার

গত সপ্তাহে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হন ইমরান খান। পার্লামেন্টের আগের স্পিকার এবং ডেপুটি স্পিকার দুইজনই ইমরানের মিত্র ছিলেন এবং ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব আটকাতে তারা সব রকম চেষ্টা করেছিলেন। আটকে দিয়েছিলেন ভোট।

নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ভোট হয় এবং হেরে যান ইমরান। পরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ।

শনিবার পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচন করা হয়।

নতুন স্পিকার পাকিস্তান পিপুলস পার্টির (পিপিপি) নেতা রাজা পারভেজ আশরাফ দেশটির সাবেক প্রধানমন্ত্রী।

বিবিসি জানায়, ইমরানের দলের অনুপস্থিতিতে রাজা পারভেজ সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন। ইমরান হেরে যাওয়ার তার দলের এমপিরা গত সোমবার গণ পদত্যাগ করেন।

পাকিস্তানের ২২তম স্পিকার হিসেবে রাজা পারভেজ আশরাফ শপথ নিয়েছেন বলে জাতীয় পরিষদের পক্ষ থেকে টুইটারে এক বিবৃতিতে জানানো হয়।

এদিকে, ইমরানের দলের এমপিরা গণপদত্যাগ করলেও এখনো এ সংক্রান্ত প্রক্রিয়া শেষ হয়নি। যদি ‍তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়ে তবে আগামী দুই মাসের মধ্যে প্রায় ১০০ আসনে নির্বাচন দিতে হবে। যা শাহবাজ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

নতুন প্রধানমন্ত্রী শাহবাজ এখনো তার মন্ত্রিসভা ঘোষণা করেননি। তবে শিগগিরই এই ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

ধুকতে থাকা অর্থনীতি পুনর্গঠন করাই শাহবাজ সরকারের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ।