পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার একটি পরামর্শও দিলেন সাবেক ভারত অধিনায়ককে। শোয়েবের মতে, কোহলির উচিত সব চাপ দূরে রেখে নিজেকে সাধারণ মানের ক্রিকেটার ভাবা এবং ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া।
২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে আইপিএলে খেলছেন কোহলি। ২০১৩ থেকে ছিলেন নেতৃত্বে, সরে দাঁড়ান গত আসর শেষে। তার অধিনায়কত্বে দলটির শিরোপা জিততে না পারা নিয়েও হয় অনেক আলোচনা-সমালোচনা।
এবারের আসরে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি কোহলি। ৫ ইনিংসে ২৬.৮ গড়ে তার রান ১০৭। নেই কোনো ফিফটি। দুটিতে যেতে পারেননি দুই অঙ্কে।
আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটসম্যান তিনি। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবেই তার ফর্ম নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।
নিজেদের পরের ম্যাচে শনিবার রাতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বেঙ্গালোর। এর আগে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’র সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, কোহলির এখন শুধু ব্যাটিং নিয়েই ভাবা উচিত।
“আইপিএল একটি পারফরম্যান্স-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ-ই ছাড় পায় না, এমনকি বিরাট কোহলিও না। সে যদি ভালো না খেলে তাহলে বাদও পড়তে পারে। কিছু কথা আমি এখন বলতেও পারছি না। তার মাথায় হয়তো ১০ হাজার চিন্তা ঘোরে।”
“সে একজন ভালো মানুষ, ভালো খেলোয়াড়, গ্রেট ক্রিকেটার। তবে আমি চাই সে এখন কেবল একটি বিষয়ে মনোযোগ দিক। নিজেকে সাধারণ একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক। এরপর ব্যাটটা হাতে তুলে নিক এবং খেলুক। মানুষ ইতিমধ্যে বিরাট কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে এবং এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।”