উপজেলার
ভাওয়াল
মির্জাপুর পাইনশাইল এলাকা থেকে শনিবার বেলা ১টার দিকে মরদেহ উদ্ধার করেন জয়দেবপুর
ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত
আরিফুর রহমান (২০)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলেব উদ্দিনের ছেলে। আরিফুর পরিবারের সঙ্গে গাজীপুরের পাইনশাইল
এলাকায় বাস করতেন।
প্রতীকী ছবি
জয়দেবপুর ফায়ার সার্ভিসের
জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন বলেন, সকালে পাইনশাইল এলাকায় হাঁটুপানিতে হেঁটে খাল
পার হচ্ছিলেন আরিফুর। সে সময় একটি ট্রাক এসে পানি ভেঙে খাল পার হয়। এতে খালে ঢেউ সৃষ্টি
হলে আরিফুর ভয়ে ঝাঁপ দেন। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে
খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের
ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা
তাশারফ বলেন, আরিফুর মানসিক প্রতিবন্ধী বলে পরিবার জানিয়েছে। মরদেহ স্বজনদের কাছে
হস্তান্তর করা হয়েছে।