ক্যাটাগরি

চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চুনারটাল
এলাকার একটি ভবন থেকে শুক্রবার রাতে নূর হোসেন (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়
বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।

বিজ্ঞপ্তিতে
বলা হয়, নূর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে টেকনাফের একটি রোহিঙ্গা শিবিরে আশ্রিত ছিল।
তিনি জন্মসনদ বানিয়ে চান্দগাঁও এলাকায় বাংলাদেশি পরিচয়ে বাসা ভাড়া নিয়ে জুতার দোকানে
কাজ করতেন। এর আড়ালে ইয়াবা কারবারের সঙ্গেও যুক্ত হন।

“বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা
সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিভিন্ন এলাকায় বিক্রির করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”