জাকারিয়া সৌখিনের পরিচালনায় এ নাটকে দম্পতির চরিত্রে তারা অভিনয় করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে; এতে চমনের ভূমিকায় জোভান ও বাহারের ভূমিকায় আছেন পায়েল।
সিএমভির ব্যানারে নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন ও বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়।
জাকারিয়া সৌখিন বলেন, “নাটকে সংসার ও জীবনবোধের গল্প উঠে আসবে। একটি বর্তা দেওয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলেই চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়। কারণ গুণগুলো যার, দোষগুলোও তার। গুণ ও দোষ মিলিয়েই পরিপূর্ণ মানুষ।”
নাটকের প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভির ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।