ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তিনি মারা যান বলে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান।
নিহত মকবুল হোসেন মোল্লা (৫৫) সদর উপজেলার ভগবাননগর গ্রামের ময়েন উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ কর্মকর্তা বাশার প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, মকবুলের সঙ্গে তার ছোট ভাই মনিরুল মোল্লার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে মকবুল ঘর নির্মাণ করতে গেলে মনিরুল, বোন পারভীন আক্তার ও ভাগিনা রাশেদুলসহ কয়েকজন বাধা দেন। একপর্যায়ে সংঘর্ষ বাঁধলে মকবুলসহ তিনজন আহত হন।
আহতদের প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে, পরে মকবুলকে ঢাকায় নেওয়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাশার।
এ ঘটনায় বৃহস্পতিবার নিহত মকবুলের স্ত্রী মামলা করলে পুলিশ রাশেদুল ইসলাম ও মনিরা বেগমকে গ্রেপ্তার করে বলেও পুলিশ কর্মকর্তা আবুল বাশার জানান।