ক্যাটাগরি

রোমাঞ্চকর লড়াইয়ে রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের জয়

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। এক ড্র ও এক হারের পর লিগে জয় পেল রালফ রাংনিকের দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ ১৩ ম্যাচে এটা তাদের কেবল চতুর্থ জয়।

কদিন ধরেই সমর্থকদের ক্ষোভের মুখে আছে ইউনাইটেড। অনুশীলনের
সময় দলটির মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রেড ডেভিলস সমর্থকরা। নরিচের
বিপক্ষে ম্যাচে রোনালদোর প্রথম গোলের সময়ও মাঠের বাইরে বিক্ষোভ করছিল কয়েক হাজার সমর্থক।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা ইউনাইটেড প্রথম ১৬
মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেয় পাঁচটি, যার তিনটি ছিল লক্ষ্যে।

গোলের দেখাও তারা এর মধ্যেই পেয়ে যায়। সপ্তম মিনিটে এন্থনি
এলেঙ্গার পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন রোনালদো।

সপ্তদশ মিনিটে দিয়োগো দালোতোর শট রক্ষণে প্রতিহত হয়, চার
মিনিট পর জর্ডান স্যানচোর শটও হয় লক্ষ্যভ্রষ্ট।

(বিস্তারিত আসছে)