যাদেরও মৃত্যু হয়েছে বলে শনিবার আশঙ্কা প্রকাশ করেছে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম।
আইওএম জানায়, শুক্রবার নৌকাডুবির ওই ঘটনা ঘটে। নৌকাটিতে ৩৫ জনের মত যাত্রী ছিল। শনিবার পর্যন্ত সমুদ্র থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৫৩ শরণার্থীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে বলে জানায় আইওএম।
উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে বিশেষ করে আফ্রিকার দারিদ্র পীড়িত দেশগুলোর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করে।