পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য
গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান
বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা
বলে না।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে রোমাঞ্চ শুভ। আপনি সহায়ক ও বিনম্র হলে সঙ্গীর
কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। সাবধানে চলাফেলা করবেন, শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে।
সপ্তাহের মাঝদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ হতে পারে। কারও বিদেশযাত্রায় সফলতা
আসতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিশ্রম বেশি
হলেও আটকে থাকা কাজ শেষ হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। শারীরিক সুস্থতার
জন্য নিয়মিত ব্যায়াম করুন। প্রসাধনীর ব্যবসায় লাভ হবে আশাতীত। হৃদয়ে নতুন কোনো অনুভূতি
দোলা দেবে। সপ্তাহের মাঝদিকে মানসিক অস্থিরতা আপনাকে বলহীন করতে পারে। অস্থিরতা কাটাতে
লম্বা সময় হাঁটুন এবং সতেজ বাতাসে নিঃশ্বাস নিন। সপ্তাহের শেষদিকে দূর ভ্রমণ শুভ। কোনো
সুসংবাদ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে অতীতের কারও সঙ্গে যোগাযোগ হতে পারে এবং একটি
স্মরণীয় মুহূর্ত সৃষ্টি হতে পারে। হাঁপানি ও হৃদরোগের আক্রান্তরা বিশেষ কষ্ট পেতে পারেন।
সপ্তাহের মাঝদিকে ব্যবসার পরিধি বাড়বে। পারিবারিক বিরোধ যতই থাকুন না কেনো রক্তের সম্পর্ককে
কখনই শেষ করে দেওয়ার চেষ্টা করবেন না। সপ্তাহের শেষদিকে মানুষ আপনার প্রতি বিশেষ খুশি
থাকবে না।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে জমিজমা সংক্রান্ত ঝামেলাগুলো সমাধানে সক্রিয়
হতে হবে। প্রিয়জনের জন্য আপনার ভালোবাসা ফল্গুধারার মতো প্রবাহিত হবে। সপ্তাহের মাঝদিকে
পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন। ধূমপান ছাড়ুন, তবেই শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন।
সপ্তাহের শেষদিকটা নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য সুসময়। বিয়ে করতে ইচ্ছুক এমন তরুণ
তরুণীদের আশাপূর্ণ হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য পাবেন। আবাসন
ব্যবসায় জড়িতরা অবিশ্বাস্য লাভের দেখা পাবেন। সপ্তাহের মাঝদিকে কোনো প্রতিযোগিতামূলক
পরীক্ষায় কৃতকার্য হতে পারেন। প্রেম অপরিশীম, সীমাহীন এই কথাগুলো আপনি উপলব্ধি করতে
পারবেন। সপ্তাহের শেষদিকে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজে মনযোগ
নষ্ট হবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে অভিভাবকদের সহযোগিতায়
আর্থিক সঙ্কট থেকে উদ্ধার হতে পারবেন। যেকোনো চুক্তি করার জন্য সময়টা ভালো। ভ্রমণে
আনন্দ পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে নিজের নিঃসঙ্গতা
দূর করতে পারবেন। নতুন বাড়ি কিংবা জমি কেনার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে আপনি বাস্তরতার
সঙ্গে মোকাবেলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যেতে পারেন। তবে প্রেম হবে আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে খ্যাতি ও জনগনের স্বীকৃতি
লাভ করবেন। নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানুষের মন মানসিকতা
চট করে বুঝতে পারবেন। ভাগ্য আপনার বড় বেশি পরিবর্তনশীল। সপ্তাহের মাঝদিকে আত্মীয় স্বজনদের
প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠবেন। ভাইবোনের জীবনে বড় কোনো ভূমিকা পালন করতে হতে পারে। সপ্তাহের
শেষদিকে আর্থিক সঙ্কটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। গৃহস্থ্য জীবনে আগ্রহ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কোনো বন্ধুর আচরণে মনে
কষ্ট পেতে পারেন। নিজের সাহস ও উদ্যমের অভাবে নতুন পরিকল্পনায় সাফল্য বিঘ্নিত হবে।
নিজের চেষ্টায় সঙ্কট মোচন ও আত্মবিশ্বাস বৃদ্ধি। প্রেমের ব্যাপারে স্থায়িত্বের অভাব।
সপ্তাহের মাঝদিকে ভাগ্যের অনেক রকম ওঠানামা হতে পারে। তরল পদার্থের মাধ্যমে কেউ লাভবান
হতে পারেন। সপ্তাহের শেষদিকে বুদ্ধিবৃত্তির সঠিক চর্চা করলে নিজের উদ্যমকে সঠিকভাবে
কাজে লাগাতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে অনেক বন্ধু বান্ধবের সমারোহ হবে। বন্ধুদের
মধ্যে কেউ বিশ্বাসী কেউ আবার ঠিক উল্টো। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। আচরণ ও
কথা সংযত রাখুন। সপ্তাহের মাঝদিকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে
পারে। পরিবর্তন, নতুনত্ব ও রোমাঞ্চের মাঝেই আনন্দ খুঁজে পাবেন। সপ্তাহের শেষদিকে শিল্প
প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের সমস্যা মিটতে পারে। অপরিকল্পিত উৎস থেকে অর্থ আসতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবার
সম্ভাবনা আছে। প্রিয়জন কিংবা কোনো বন্ধুর আগমনে মন আনন্দিত হবে। সপ্তাহের মাঝদিকে সময়টা
আপনার খুব একটা ভালো যাবেনা। বিভিন্ন ধরনের ঝামেলা জর্জরিত থাকতে পারেন। সপ্তাহের শেষদিকে
নিজের স্বার্থে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ করে ভালো ফল পেতে পারেন। চারিদিকে
আপনার জন্য সম্ভাবনা দুয়ার খোলা।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আমদানি রপ্তানি ব্যবসায়
জড়িত থাকলে এখনই উপযুক্ত সময় নতুন বিনিয়োগ করার। মালিকের ভালো মেজাজ কর্মক্ষেত্রের
সার্বিক পরিবেশ ভালো রাখবে। সপ্তাহের মাঝদিকে অনেকটা সময় কাটবে সামাজিক ও ধর্মীয় কাজে।
বয়ষ্ক ব্যক্তিদের উপর বায়ুর চাপ ও নিদ্রাহীনতা গোলমাল করতে পারে।
মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে দূরাচারি লোকদের থেকে দূরে থাকুন। রাস্তা
ও যানবাহনে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন। কারও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার
সুযোগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কারও সহযোগিতায় কাজের প্রতি আগ্রহ ফিরে পেতে পারেন। সপ্তাহের শেষদিকে আবেগের বন্ধন
আরও দৃঢ় হবে। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। পরিবারকে সময় দিন।
আরও পড়ুন