উভয় কোম্পানি সম্প্রতি এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে রোল বিজনেস এটিএম মাহবুব আলমসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বেঙ্গল ইসলামির ৫০০ কর্মী বিকাশের পে রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন ভাতা ও কমিশনের অংশ পাবেন। পর্যায়ক্রমে কোম্পানিটির দেড় হাজার কর্মীকে এ ডিজিটাল পে রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।