শুক্রবার তাকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এক টুইটে বিএসএফ সাউথ বেঙ্গল জানিয়েছে, মুম্বাইয়ে আইপিএল ম্যাচ দেখার জন্য উত্তর ২৪ পরগণা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় আটক হন ৩১ বছর বয়সি ওই যুবক।
এরপর ’মানবিক কারণ ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ’ হিসাবে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফের বরাতে ভারতের এনডিটিভি জানিয়েছে, মো. ইব্রাহীম নামের ওই যুবক নারায়ণগঞ্জের পূর্ব চাঁদপুর এলাকার বাসিন্দা।
“সীমান্ত পার করে দিতে এক দালালকে ৫ হাজার টাকা দেওয়ার কথাও তিনি বিএসএফের কাছে স্বীকার করেছেন।”