ক্যাটাগরি

তিন মোটরবাইক আরোহী নিহত: কভার্ড ভ্যান চালকের জবানবন্দি

রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী
তার খাস কামরায় এ জবানবন্দি রেকর্ড করেন।

এদিন বশিরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা
উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল আলিম খান। ভ্যান চালক স্বেচ্ছায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে
জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান।

দুর্ঘটনার পরদিন শুক্রবার র‌্যাব ভোলার লালমোহন
থানাধীন বালচুর এলাকায় অভিযান চালিয়ে বশিরকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার পহেলা বৈশাখের সকালে উবার চালক
এনামুল হক পাশের বাসার হনুফা ও তার ভাতিজা অনিককে (১৮) নিয়ে মোটরসাইকেলে করে রাজধানীর
রায়েরবাজার থেকে উত্তরা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

উত্তরা ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরণি রোডের আমির
কমপ্লেক্সের উত্তর পাশে পাকা রাস্তার ওপর পৌঁছালে এনামুলের মোটরসাইকেলকে পেছন দিক থেকে
ধাক্কা দেয় একটি কভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই এনামুল ও হনুফা মারা যান। পরে অনিক ঢাকা
মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় এনামুলের চাচাতো ভাই আব্দুল কাদের শুক্রবার
সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।