নিহত ফরিদা
বেগম ওরফে জাহানারা ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের প্রয়াত সরদার রবিউল
ইসলামের স্ত্রী।
কয়েক বছর
আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীদের গরু-ছাগল লালন
পালন করে তার সংসার চলত।
ফকিরহাট
সার্কেলের সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ জানান, রোববার সকাল ১০টার দিকে পুলিশ
যখন জাহানারার লাশ উদ্ধার করে, তখন মুখে ছিল গামছা বাঁধা।
লাশে পচন
ধরায় দুর্গন্ধ বের হচ্ছিল। ঘরে আলমারি ভাঙা এবং অন্যান্য জিনিসপত্রও তছনছ অবস্থায় পেয়েছে
পুলিশ।
সহকারী
পুলিশ সুপার জানান, শওকত নামের এক প্রতিবেশী তার ছাগল জাহানারাকে দিয়েছিলেন দেখাশোনার
জন্য। দুদিন ধরে জাহানারার খোঁজ না পেয়ে রোববার সকালে তার বাড়িতে যান শওকত। কিন্তু
ঘর তালাবন্ধ দেখে পুলিশে খবর দেন।
“পুলিশ
সেখানে গিয়ে ঘরের তালা ভেঙে খাটের ওপর থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পূর্ব পরিচিত কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের তালা দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে
ধারণা করছি।”
এই পুলিশ
কর্মকর্তা বলেন, অন্তত দুদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।
“ঘটনা
তন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিন টিমকে আসতে বলা হয়েছে। হত্যাকারী
কে, হত্যার উদ্দেশ্য কী, তদন্ত না করে এসব বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।”