স্থানীয় সময় শনিবার রাজধানী মানামায় গালফগেইট হোটেলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।
বিজনেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবুল বাছেতের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমান, ড. সোহেল, প্রকৌশলী হুমায়ুন, বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল অরুণ নায়াক, বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফি উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা।
উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি কয়েছ আহমেদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মকবুল আহমেদ, সাংবাদিক বশির আহমেদ, মাজহারুল ইসলাম বাবু, উই কেয়ার এর সবুজ মিলন, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি আল আমিন, মিজান, মোহাম্মদ আকবর।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক এবং সুধী সমাজের নেতারাসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
ইফতারের পূর্বে দেশবাসী ও মুসলিম সম্প্রদায়ের শান্তি, রহমত, বরকত, মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফোরামের কোষাধ্যক্ষ নোমান উদ্দিন মনির।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |