ক্যাটাগরি

বৈশাখের শুরুতে বৃষ্টি নেই, গরম লাগছে বেশি

তাপমাত্রা গত দুই দিনে
কিছুটা কমলেও পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এমন ভ্যাপসা গরম এখনও অব্যাহত রয়েছে। তাপপ্রবাহের
সঙ্গে এ অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস বলছে।

রোববারও দেশের সর্বোচ্চ
তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার চলতি মৌসুমে
রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল, যা আট বছরের মধ্যে সবচেয়ে
বেশি তাপমাত্রা। শনিবার এখানে তাপমাত্রা কমে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস হয়, সেটিও ছিল দেশের
সর্বোচ্চ।

বাইরে কড়া রোদ, সেই সঙ্গে গরম; গাছের ছায়ায় বেঞ্চ পেয়ে শনিবার দুপুরে হাতিরঝিলে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি

বাইরে কড়া রোদ, সেই সঙ্গে গরম; গাছের ছায়ায় বেঞ্চ পেয়ে শনিবার দুপুরে হাতিরঝিলে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি

আবহাওয়াবিদ মো. শাহীনুল
ইসলাম বলেন, “তাপমাত্রা কমছে দু’দিন ধরে। কিন্তু বৃষ্টি না থাকায় রাজধানীসহ সর্বত্র
গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী আরও কিছুদিন এমন আবহাওয়া থাকবে। সহসা যে বৃষ্টি হবে রাজধানীতে,
এমনও আভাসও নেই।”

বিভিন্ন এলাকায় বিরাজমান
তাপপ্রবাহও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঝড়-বৃষ্টির এ মৌসুমে
সিলেট, ময়মনসিংহ, রংপুরে কোথাও কোথাও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী ২৪ ঘণ্টার
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও
ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে
প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

রাজশাহী, পাবনা ও যশোর
অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন
ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

হাওরে কোথাও উন্নতি, কোথাও অবনতির শঙ্কা

আগামী তিন দিন দেশের
উজানে ভারি বর্ষণের আভাস নেই। তবে রোববারও সিলেটে চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে
বয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানির বিদ্যমান পরিস্থিতিতে হাওরে কোথাও উন্নতি,
কোথাও অবনতির আভাস রয়েছে।

দেশের ওই অঞ্চলে সিলেটের
নদ নদীর পানি কমবে এবং সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জের নদ নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের নির্বাহী
প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া
অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী আগামী তিন দিন দেশের উত্তর পূর্বাঞ্চল এবং
তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচলে ভারি বর্ষণের শঙ্কা নেই।

এতে পরবর্তী ২২ ঘণ্টায়
সিলেটে নদ নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এ কর্মকর্তা জানান,
সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি বাড়ছে ধীর গতিতে, তাতে কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার
কাছাকাছি অবস্থান করতে পারে। নেত্রকোণা জেলার নদনদীর পানিও ধীরে বাড়ছে। তবে বন্যা পরিস্থিতির
কিছুটা অবনতি হতে পারে।

 

আরও পড়ুন

দেশে আট বছরের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে
 

বাঁধ রক্ষার চেষ্টা ব্যর্থ, গুরমার হাওর দিয়ে ঢুকছে পানি
 

সুরমায় বাড়ছে পানি, বাঁধ টেকানোর লড়াই
 

নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
 

হাওরে ডুবেছে ‘বোরো’, কৃষকের কপালে ভাঁজ