ক্যাটাগরি

মৌলভীবাজারে শিলা বৃষ্টিতে ফসলের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

শ্রীমঙ্গল শহর ও শহরতলী
এরং কয়েকটি চা বাগান, লেবু বাগান, পান পুঞ্জি ও আনারস বাগান এলাকায় রোববার বিকাল সাড়ে
পাঁচটার দিকে শিলা বৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি
কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে
প্রচণ্ড শিলা বৃষ্টি হয়েছে। শিলার আকারও অনেক বড় ছিল।

প্রাথমিকভাবে চা, আনারস,
লেবু, পান ও গ্রীষ্মকালীন শাকসবজির কিছু ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, হাওর এলাকায়
শিলা বৃষ্টি কম হয়েছে। বোরো ধানের তেমন ক্ষতি হয়নি।

উপজেলার আশিদ্রোন ইউনিয়ন
ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের কিছু বোরো এলাকায় শিলা বৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

তবে ক্ষয়ক্ষতির কোনো
তথ্য পাননি এবং সোমবার সকালে সরজমিনে পরিদর্শনে যাবেন বলে জানান এই কৃষি কর্মকর্তা।

শ্রীমঙ্গল বিষামনি
এলাকার কৃষক জলিল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় আধঘণ্টা শিলা বৃষ্টি
হয়েছে। কোনো কোনো শিলার ওজন ২০০ গ্রামের বেশি হবে।

শিলা বৃষ্টিতে তার
লেবু ও আনারসের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান জলিল খান।

শ্রীমঙ্গল ভাড়াউড়া
চা বাগানের জিএম গোলাম মো. শিবলী জানান, বাগানের বিভিন্ন ভাগে (সেকশন) প্রচণ্ড শিলা
বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে চায়ের কুঁড়ি ভেঙে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া
পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, বিকালে শিলাসহ বৃষ্টি হয়েছে। এ সময় ২২ দশমিক ৬ মিলিমিটার
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।