আটক খোকন আলী শেখ বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার চর জলিক গ্রামের মেহের আলীর ছেলে। সম্প্রতি খোকনকে তার স্ত্রী শহর ভানু তালাক দিয়ে দেবর ফকির শেখের সঙ্গে চলে যান বলে জানায় পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার স্টেডিয়ামের পূর্বে পাশের একটি বাসা থেকে শহরের (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার এবং একই এলাকা থেকে খোকনকে আটক করা হয় বলে পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান জানান।
তিনি বলেন, “খোকনের সৎ ভাই ফকির সম্প্রতি তিন ছেলের মা শহরকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় শহর খোকনকে তালাক দেয়। স্ত্রী চলে যাওয়ার পর থেকে খোকন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
“সকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামে পাশে সিরাজ মিয়ার বাড়িতে শহর ও ফকিরের সন্ধান পান খোকন। পেশায় ভাঙারির ব্যবসায়ী ফকির ২১ দিন আগে শহরকে নিয়ে ওই বাড়িতে ওঠেন।”
সকাল ১০টার দিকে ফকির কাজে বের হলে খোকন বাসায় ঢুকে শহরকে ছুরিকাঘাত করে হত্যা করেন বলে জানান কামরুজ্জামান।
তিনি বলেন, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।