ক্যাটাগরি

‘ইউনাইটেডের টার্গেট’ টেন হাগকে রাখতে ‘সবকিছু করবে’ আয়াক্স

ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন
কোচ রালফ রাংনিকের মেয়াদ শেষ হবে চলতি মৌসুমের শেষে। তাই স্থায়ী কোচ নিয়োগের জন্য কাজ
করছে ইংলিশ ক্লাবটি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, টেন হাগের সঙ্গে চুক্তি করতে অনেকটা এগিয়ে
গেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

টেন হাগ ২০১৭ সালের ডিসেম্বরে
আয়াক্সের দায়িত্ব নেন। ২০১৯ ও ২০২১ সালে দলকে জেতান লিগ শিরোপা। ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স
লিগের সেমি-ফাইনালেও ওঠে দলটি।

চলতি লিগেও এখন পর্যন্ত টেবিলের
শীর্ষে আয়াক্স। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে
পিএসভি আইন্দহোভেন।

ডাচ কাপের ফাইনালে অবশ্য
গত রোববার আয়াক্সকে ২-১ গোলে হারিয়েছে পিএসভি। ম্যাচটির আগে আয়াক্সের টেকনিক্যাল ম্যানেজার
গেরি হামস্ত্রা বলেন, টেন হাগকে ধরে রাখার সব চেষ্টাই করবেন তারা।

“টেন হাগের প্রতি (অন্যদের)
আগ্রহ আছে, এটা স্বাভাবিক। সে অসাধারণ কাজ করছে। আমরা আশা করি, তিনি এখানে থাকবেন।
আমরা সম্ভাব্য সবকিছু করেছি (হাগকে ধরে রাখতে)।  এটা নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম।”

“তিনি বলেছেন, এখন তার সব
মনোযোগ আয়াক্সেই। আমরা দুটি সম্ভাবনার জন্যই প্রস্তুতি নিচ্ছি- টেন হাগ থাকতে
পারেন অথবা চলেও যেতে পারেন।”