ক্যাটাগরি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪৪৩

পূর্ব উপকূলীয় শহর ডারবানে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি, পানি সরবরাহসহ আফ্রিকার ব্যস্ততম ডারবান বন্দেরের কাজও ব্যাহত হয়েছে।

ভূমিধসে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছে। অনেক মানুষ গৃহহীন হয়েছে। প্রাদেশিক প্রধানমন্ত্রী শিলে জিকালালা বলেছেন, মৃতের সংখ্যা ৪৪৩ হয়েছে এবং ৬৩ জনের কোনও হদিস নেই।

এর মধ্যেই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রোববার আরও বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এতে আতঙ্কে আছে সেখানকার বাসিন্দারা। অনেকেই হারানো প্রিয়জনের খবর পাওয়ার জন্যও অধীর অপেক্ষায় আছে।

স্থানীয় এক গ্রামের বাসিন্দা কয়েকদিন ধরে তার ৮ বছর বয়সী ভাতিজার খোঁজ না পেয়ে বলেন, “আমরা আশা হারাইনি। যদিও দিনের পর দিন যাচ্ছে, আর আমরা অবিরাম উদ্বেগের মধ্যে থাকছি।”

আরেক বাসিন্দা রয়টার্সকে বলেন, “আমরা বৃষ্টি দেখলেই ট্রমাগ্রস্ত হয়ে পড়ছি।” বন্যায় ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

জরুরি সেবা সংস্থার এক সদস্য বলেন, বিভিন্ন বাড়িঘর থেকে এখনও লাশ উদ্ধার হচ্ছে। বিশেষ করে গ্রাম এলাকা থেকে। বৃষ্টিপাত চলতে থাকায় এখনও ক্ষয়ক্ষতি হচ্ছে।পরিস্থিতির অবনতি হচ্ছে।

এক এলাকায় একটি পরিবারের তিন সদস্য ভেঙে পড়া দেয়ালের চাপায় মারা গেছে। ৪ বছরের একটি শিশুকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত সোমবার থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। টিভিতে এক ব্রিফিংয়ে প্রদেশটির প্রধানমন্ত্রী বলেছেন, প্রদেশের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা।