বানিয়াচং থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, রোববার উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের ফতেপুর গ্রামে ওইদিন সকাল ৯টায় এ ঘঠনা ঘটে। রাতে ওই নারীর স্বামী চারজনকে আসাসি করে মামলা করেন।
মামলার বরাতে ওসি বলেন, ফতেপুর গ্রামের প্রভাবশালী খালেক মিয়ার সঙ্গে প্রতিবেশী আরেক ব্যক্তির বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে খালেক ও তার লোকজন ওই ব্যক্তিকে মারধর করে। এ সময় কেউ এগিয়ে না আসায় ওই ব্যক্তিকে তার স্ত্রী রক্ষা করতে এগিয়ে যান। এক পর্যায়ে খালেকের নির্দেশে ওই নারীকে দঁড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়।
খবর পেয়ে পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম জ্ঞানহীন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান বলে জানান।
ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।