গেল মার্চেই অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেইমিংসহ লাইভস্ট্রিম ও সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল চীনের সরকার।
সে সময়ে প্রস্তাবিত পরিবর্তনগুলোর বিষয়ে দেশের জনগণের মতামত চেয়েছিল সরকার। এখন সেই ঘোষণার কিছু অংশের বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছে গেইমিং বিষয়ক সাইট পিসি গেইমার।
চীনের ‘ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন’ অনুমোদনহীন ভিডিও গেইমের লাইভস্ট্রিম নিষিদ্ধ করাের খবর উঠে এসেছে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
চীনের বাজারে প্রকাশের অনুমোদন পায়নি এমন ভিডিও গেইমগুলোর লাইভস্ট্রিমের ওপর প্রযোজ্য হবে নয়া নিষেধাজ্ঞা। চীনের ভূ-খণ্ডের বাইরে আয়োজিত ইস্পোর্টস ইভেন্ট এবং অন্যান্য গেইম স্ট্রিমেও ওপরেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানিয়েছে গেইমিং বিষয়ক সাইট পিসি গেইমার।
চীনের স্ট্রিমিং প্লাটফর্মে গেইম কনটেন্ট স্ট্রিমিংয়ে সীমা আরোপের পাশাপাশি স্ট্রিমারদেরকে লাইভস্ট্রিমে ‘আপত্তিকর’ আচরণ থেকে দূরে থাকতে বলেছে দেশটির প্রশাসন। এ ছাড়া প্লাটফর্মের দর্শকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ‘সভ্য ও সুস্থ’ অনলাইন পরিবেশ বজায় রাখার বিষয়টিও উল্লেখ করেছে তারা।
চীনের এই নতুন বিধিনিষেধগুলো অপ্রাপ্তবয়স্কদের কথিত ‘গেইমিং’ এবং অনলাইন আসক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি চলমান প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে পিসি গেইমার।
নতুন বিধিনিষেধগুলোর প্রথম অনুচ্ছেদেই বলা হয়েছে, “অনলাইন লাইভ সম্প্রচারে বিশৃঙ্খলা ও কিশোর-কিশোরীদের গেইমে আসক্তির মতো বিষয় সামাজিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এবং “তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
পিসি গেইমারের প্রতিবেদন বলছে, সাম্প্রতিক বিধিনিষেধের একটি বড় কারণ হচ্ছে, চীনের বাজারে গেইমগুলো প্রকাশের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার আগেই ‘হুয়া (Huya)’, ‘ডউইউ (DouYu)’ এবং ‘বিলিবিলি (Bilibili)’-এর মতো প্লাটফর্মে অনুমোদন ছাড়া গেইমগুলো নিয়ে প্রচারণা শুরু হয়ে যায় এবং অনেকক্ষেত্রেই অনুমোদন পাওয়ার আগেই লাইভস্ট্রিম দর্শকদের আকৃষ্ট করতে থাকে।