ক্যাটাগরি

আরেকটি বিস্ফোরক সেঞ্চুরিতে গেইল-কোহলিদের সঙ্গী বাটলার

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে সোমবার
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ১০৩ রানের ইনিংস খেলেন বাটলার।
তার ৬১ বলের ইনিংসটি সাজানো ৫ ছক্কা ও ৯ চারে।

আইপিএলের চলতি আসরে এটি বাটলারের দ্বিতীয়
সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন ঠিক ১০০ রানের ইনিংস। প্রতিযোগিতাটির
এক আসরে একাধিক সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার তিনি।

এক আসরে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ড
বিরাট কোহলির। ২০১৬ সালের ওই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ৯৭৩ রান করেন
তিনি, যা
এখনও আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড।

২০১২ সালে বেঙ্গালোরের হয়ে ক্যারিবিয়ান
মহাতারকা ক্রিস গেইল, ২০১৭ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দক্ষিণ আফ্রিকার
হাশিম আমলা,
২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ২০২০ সালে দিল্লি
ক্যাপিটালসের হয়ে ভারতের শিখর ধাওয়ান করেন দুটি করে সেঞ্চুরি।

এই তালিকায় নাম লেখানো বাটলারের এ দিনের
ইনিংসের শুরুটা ছিল একটু মন্থর। প্রথম ৯ বলে করতে পারেন কেবল ৩ রান। উমেশ যাদবকে পরপর
দুই বলে চার-ছক্কায় উড়িয়ে ডানা মেলে দেন তিনি। এরপর কেবল সামনে ছুটে চলা।

বরুণ চক্রবর্তী, শিভাম
মাভিকে হাঁকান ওভারে একটি করে চার ও ছক্কা। কামিন্সকে চার মেরে ২৯ বলে তুলে ফিফটি।

পঞ্চাশের পর উমেশের এক ওভারে একটি করে
চার ও ছক্কা মারেন বাটলার। পরে কামিন্সকে মারেন দুই চার। দারুণ ব্যাটিংয়ে ওই ছক্কায়
কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন ৫৯ বলে।

দুই বল পর অবশ্য তাকে ফেরান কামিন্সই।
অস্ট্রেলিয়ান পেসারের বাউন্সারে ফাইন লেগ বাউন্ডারিতে ধরা পড়ে শেষ হয় বাটলারের ঝকঝকে
ইনিংস।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম
২৫৯ ইনিংসে বাটলারের ছিল না কোনো সেঞ্চুরি। পরের ২৩ ইনিংসেই করে ফেললেন ৪টি! আইপিএলের
গত ও চলতি আসর মিলিয়ে সবশেষ ৭ ইনিংসে তার সেঞ্চুরি হলো ৩টি, সবগুলোই
রাজস্থানের হয়ে। দলটির জার্সিতে দুটির বেশি সেঞ্চুরি নেই আর কারও।

২ ছক্কা ও ৩ চারে সাঞ্জু স্যামসন করে
১৯ বলে ৩৮ রান। দুটি করে ছক্কা-চারে শিমরন হেটমায়ার অপরাজিত থাকেন ১৩ বলে ২৬ রান করে।
তাদের নৈপুণ্যে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে রাজস্থান।