সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, ইসরায়েলি বাহিনী বেসামরিক মৌলিক রীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লংঘন করায় উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ।
এই হামলা নিপীড়িত মানুষের প্রতি বিশ্বের লাখো হৃদয়ে সহানুভূতি জাগিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
শুক্রবার ফজরের নামাজের পর জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি পুলিশ।
মুসলমানদের কাছে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজানের মধ্যে ইহুদিদের নিস্তারপর্ব উদ্যাপন ও খ্রিস্টানদের ইস্টার উৎসব পড়ায় জেরুজালেমে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
বিবৃতিতে বলা হয়, ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে দেখে বাংলাদেশ, যা সমুন্নত রাখতে হবে। একইসঙ্গে পবিত্র রমজানে ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করা উচিত বলেও মনে করে।
হামলা, আটক, ঘেরাও এবং আহতদের চিকিৎসা সেবায় বাধা দেওয়াসহ জেরুজালেমের দখলীকৃত অঞ্চলে এধরনের জঘন্য কার্যক্রম বন্ধে স্থায়ী পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সার্বভৌম ও স্বাধীন মাতৃভূমির জন্য ফিলিস্তিনি জনগণের অলঙ্ঘণীয় অধিকারকে জোরালো সমর্থন দিয়ে দুইদেশ নীতির আলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে আবারও দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এর অবসানে সবাইকে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ।
আরও পড়ুন
আল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ ইসরায়েলি পুলিশের