ক্যাটাগরি

আসামি ধরতে গিয়ে ‘স্ত্রীকে মারধর ও লুটপাট’, এসআই প্রত্যাহার

মাহবুব মোর্শেদ নামের ওই পুলিশ উপ পরিদর্শক সীতাকুণ্ড মডেল থানায় দায়িত্বরত ছিলেন। তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানিয়েছেন।  

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি অভিযোগ আসার পর এসআই মাহবুব মোর্শেদকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।”

গত শনিবার সন্ধ্যায় ‍পুলিশ সুপারের কাছে ওই লিখিত অভিযোগ দেন সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার নুরুল ইসলামের স্ত্রী খালেদা আক্তার।

সেখানে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে খালেদার স্বামী নুরুল ইসলামের নামে একটি মামলা করেন এক প্রতিবেশী। সেই মামলায় নুরুলকে গ্রেপ্তার করতে শনিবার তার বাসায় যান এসআই মাহবুব, দুই কনস্টেবল এবং নুরুজ্জামান নামে পুলিশের এক সোর্স।

নুরুলকে না পেয়ে তারা খালেদাকে ‘মারধর’ করেন এবং তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে ১ লাখ ৪২ হাজার টাকা, সোনার কানের দুল, দুটি মোবাইল, তিন সন্তানের শিক্ষা ও জন্ম সনদ নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে ‍পুলিশ সুপারের কাছে।

খালেদা লিখেছেন, মোবাইল নেওয়ার সময় তার ১৭ বছর বয়সী ছেলে বাধা দেওয়ায় তাকেও মারধর করা হয় এবং অস্ত্র তাক করে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়।

আলমারির চাবি দিতে না চাওয়ায় এসআই মাহবুব ‘লাথি’ মারেন বলে অভিযোগ করেছেন খালেদা।