ক্যাটাগরি

এবার আর্থিক প্রতিষ্ঠানে সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ হারে নেওয়া আমানতের সুদহারে লাগাম টানতে সোমবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

আগামী ১ জুলাই থেকে সুদের নতুন এ হার কার্যকর হবে।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকগুলোর আমানত ও ঋণে সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা ওই বছর এপ্রিল থেকে কার্যকর রয়েছে।

ব্যাংকগুলো আমানতের উপর সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দিতে পারে এবং ঋণের উপর সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নিতে পারে।

সোমবার আর্থিক প্রতিষ্ঠানের জন্য জারি করা সার্কুলারে বলা হয়েছে, ১ জুলাই থেকে আমানতের উপর সর্বোচ্চ ৭ শতাংশ সুদ দিতে পারবে এবং ঋণের উপর সর্বোচ্চ ১১ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

প্রথমবারের মত সুদহার বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নেওয়া আমানত ও ঋণের ক্ষেত্রে নতুন এ নির্দেশনা মেনে চলতে হবে। তবে আগে থেকে নেওয়া ঋণ ও আমানতের ক্ষেত্রে মেয়াদপূর্তি পর্যন্ত আগের হারই বহাল থাকবে।

সাম্প্রতিক সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত টানতে উচ্চ হারে সুদ দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের ঋণের সুদহারও বেশি। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিল।

সার্কুলারে বলা হয়েছে, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান বাজার হারের সঙ্গে সামঞ্জস্য বজায় না রেখে, তুলনামূলক উচ্চ সুদ ও মুনাফার হার আমানত গ্রহণের ফলে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

“এর প্রভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদ বা মুনাফার হারে গ্রাহকের অনুকূলে ঋণ বা লিজ বা বিনিয়োগ সুবিধা প্রদান করতে হচ্ছে। এতে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পাচ্ছে। এছাড়া খেলাপি ঋণের পরিমাণ ও হার বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।“