ক্যাটাগরি

এবার ‘সুন্দর’ হজ ব্যবস্থাপনার প্রস্তুতির কথা জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

সোমবার বিকালে রমনা পুলিশ কনভেশন হলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, কোভিড মহামারী কমে আসায় এবার সৌদি আরবের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের পর মন্ত্রিপরিষদ অনুমোদিত হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার করণীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে বলে জানান তিনি।

হজযাত্রীদের স্বার্থ রক্ষায় আইন করার কথা জানিয়ে তিনি বলেন, “হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত করতে ইতোমধ্যে হজ আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে হজযাত্রীসহ সংশ্লিষ্টদের  স্বার্থ সংরক্ষণ করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

এবছর হজে যেতে পারবেন কতজন?

হজের দুয়ার খুলছে সৌদি, এবার যেতে পারবেন ১০ লাখ ব্যক্তি
 

“হজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের উপযুক্ত শাস্তির বিধান রাখা হয়েছে। হজের আইনের অধীনে বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে।”

অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, হজযাত্রীদের  নিরাপদ,  নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তার মন্ত্রণালয়েরও পূর্ণ প্রস্তুতি রয়েছে।

“এ বছর শতভাগ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করা হবে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান বক্তব্য দেন।