ক্যাটাগরি

ওয়াশিংটন ডি.সিতে মুজিবনগর দিবস পালিত

এ উপলক্ষে রোববার দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে নানা কর্মসূচি করেন তারা।

রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে এসব কর্মসূচি শুরু করেন। এসময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মধ্যে আরও ছিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ, আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন।

আলোচনায় অংশ নেন মিশনের ডেপুটি চিফ ফেরদৌসি শাহরিয়ার, ইকোনমিক মিনিস্টার মেহেদি হাসান এবং কাউন্সেলর আরিফা রহমান রুমা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!