সোমবার সকাল ৭টার
দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা
ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের
ওসি মোজাফ্ফর হোসেন জানান, আমজুর হাটের সান ওর্য়াল্ড নামের একটি পোশাক কারখানার কর্মীদের
নিয়ে যাচ্ছিল বাসটি। পথে সিমেন্টবাহী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প
ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
তাতে নয়জন আহত হন,
তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানান ওসি মোজাফ্ফর হোসেন।
আহতদের চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন
তালুকদার বলেন, আহতরা সবাই পোশাক কর্মী।