ক্যাটাগরি

জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার গল্প

আফশিন উঠছো না কেনো…আজ তোমার পরীক্ষা! আফশিন…

একটু ঘুমোতে দাও না আম্মু, ভালো লাগে না প্রতিদিন স্কুলে যেতে।

আফশিন বাবা উঠো…

আমি আফশিন। আজ আমার স্কুলে বাংলা পরীক্ষা। আমি ক্লাস ওয়ানে পড়ি। পরীক্ষা কী আমি জানি না। গতকাল থেকে মা আমাকে এটা ওটা পড়াচ্ছে। কিন্তু পড়াশোনা করতে একদম ভালো লাগে না।

কী আর করা, দাঁত ব্রাশ করলাম, নাস্তা করলাম। পরে রেডি হয়ে আম্মুর সঙ্গে স্কুলে গেলাম।

স্কুলে আসার পর বন্ধুদের দেখলে আমার খুব ভালো লাগে। মিসরাও খুব ভালো। পরে আম্মু বোর্ডে কী জানি দেখলো, তারপর আমাকে একটা রুমে নিয়ে বসিয়ে দিলো।

ওমা! আমার পাশে বড় ভাইয়ারা। আর বন্ধুরা বসেছে আমার পেছনে। আম্মু বললো, আফশিন সুন্দর করে পরীক্ষা দেবে, সব প্রশ্নের উত্তর লিখবে। কথা বলবে না…, আরও অনেককিছু।

আমি বললাম, আচ্ছা মা। ঘণ্টা বাজার পর মিস রুমে এলেন। বললেন, সবাই সুন্দর করে পরীক্ষা দেবে।

পরে মিস একটা খাতা দিলেন, আর একটা প্রশ্ন। সবাইকে বললেন, নাম রোল লিখে লেখা শুরু করতে। আমি অ আ ই লেখা শুরু করলাম।

মিস কিছুক্ষণ পর বললেন, যাদের লেখা শেষ তারা তাদের সব জিনিসপত্র গুছিয়ে বাসায় চলে যাবে।

পরে দেখি মিস পেছনে বন্ধুদের খাতা দেখছেন। আমার লেখা শেষ, তাই আমি মিসকে না বলে বের হয়ে যাই।

দৌড়ে আম্মুর কাছে চলে আসি। আম্মু জিজ্ঞেস করলো, কেমন পরীক্ষা দিয়েছো? আমি বলি অনেক ভালো। আম্মু বলে, প্রশ্ন কই? আমি বলি ব্যাগে।

আম্মু ব্যাগ খুলে তো অবাক! আফশিন খাতা জমা দাওনি?

না আম্মু। মিস বলেছেন, যাদের লেখা শেষ তারা তাদের সব জিনিসপত্র নিয়ে চলে যাও। তাই আমি সব নিয়ে চলে এসেছি, আমি কি জানি খাতা জমা দিতে হয়!

আম্মু দৌড়ে মিসের রুমে গেলো। গিয়ে বললো, মিস বাচ্চা তো খাতা জমা না দিয়ে বের হয়ে গিয়েছে।

মিস একদম অবাক!

আম্মু খাতা জমা দিলো আর বাসায় এসে সবাইকে বললো আমার জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার গল্প।

লেখক: শিক্ষার্থী, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, প্রথম শ্রেণি

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!