খুলনার ইসলামাবাদ কলেজিয়েটের ব্যাটিং গুঁড়িয়ে সোমবার ৮ ওভারে ১৫ রানে ৭ উইকেট শিকার করে সুমন। স্রেফ ৬৭ রানে অলআউট হয় ইসলামাবাদ।
সেই রান তাড়ায় জিততে কোনো সমস্যা হয়নি ন্যাশনাল হাই স্কুলের। সুমনদের দল জিতে যায় ৭ উইকেটে।
৩৪৮টি স্কুল ও প্রায় ৭ হাজার ক্রিকেটারের ক্রিকেট উৎসব এই স্কুল ক্রিকেটে এখন চলছে জেলা পর্যায়ের খেলা। সোমবার শিরোপা নির্ধারিত হয়েছে তিনটি জেলায়।
বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে এ কে স্কুল, চাপাইনবাবঞ্জে গ্রিন ভিউ স্কুল ও ঝিনাইদহে শিরোপা জিতেছে কাঞ্চন নগর স্কুল।