অধিদপ্তরের একাধিক দল রোববার দিনভর ওই দুই এলাকায় অভিযান চালায় বলে পরিচালক মনজুর মো. শাহরিয়ার জানান।
পরিবহন কোম্পানিগুলো হল মানিক ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ পরিবহন, এইচআর ট্রাভেলস ও ঈগল পরিবহন।
মনজুর শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে হয়রানি না করা হয়, সেজন্য আমরা সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করেছি। ভাড়ার তালিকা প্রদর্শন না করায় কাউন্টারগুলোকে সতর্কতামূলক ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।”
যাত্রীর চাপ বেড়ে গেলে ভাড়া নিয়ে কোনো ধরনের কারসাজি যাতে না হয়, সে বিষয়ে অধিদপ্তর ‘সতর্ক আছে’ বলে জানান তিনি।
অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, “এটা আজকে তাদেরকে বলে দিয়ে এসেছি। যদি কোনো ধরনের অনিয়ম হয়, তাহলে জরিমানার পরিমাণ বেড়ে যাবে। এমনকি আমরা ওই প্রতিষ্ঠান বন্ধও করে দিতে পারি।”
অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল, ফাহমিনা আক্তার, মো. মাগফুর রহমান ও মাহমুদা আক্তার পৃথক দল নিয়ে এ অভিযান পরিচালনা করেন।