সোমবার সকালে ধোলাইপাড় কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান।
তিনি বলেন, নিহত আকাশের (২০) বিরুদ্ধে ছিনতাই ও মাদক চোরাকারবারের একাধিক মামলা রয়েছে। এলাকার মানুষ তাকে ‘ছিনতাইকারী ও মাদকসেবী’ হিসেবে চিনত।
“এ পর্যন্ত যা জানা গেছে, নিজেদের মধ্যে মাদক সেবন নিয়ে ঝগড়ার সময় অন্য এক মাদকসেবী আকাশকে ছুরি মেরে পালিয়ে যায়।”
পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃ্ত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আকাশকে যে ছুরি মেরেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।