ক্যাটাগরি

সাভারে পায়ের রগ কেটে, পিটিয়ে যুবককে হত্যা

সোমবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈরে তার মরদেহ পাওয়া যায়।

লাল টি শার্ট ও হাফ প্যান্ট পরা ওই যুবকের লাশের পাশে পাওয়া পরিচয়পত্রে তার নাম আবু হায়াত (৩২) ও বাবার নাম আজিজুর রহমান; বাড়ি জয়পুরহাট।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এলাকার একটি খেলার মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

“তাকে দুই পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে ক্রিকেট খেলার দুটি স্ট্যাম্প জব্দ করা হয়েছে। ওই স্ট্যাম্প দিয়ে তাকে পিটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, লাশের পাশে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তা দেখে মনে হচ্ছে মৃত ব্যক্তির নাম আবু হায়াত। রাতে কোনো এক সময় অন্য কোসো জায়গা থেকে তাকে ধরে এনে ওই মাঠে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা জেলা পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গেছে। আলামত সংগ্রহের জন্য এসেছে সিআইডির ক্রাইসসিন ইউনিট।

ঢাকা জেলা পিবিআইয়ের এসআই সালেহ ইমরান বলেন, “লাশের পরিচয় শনাক্ত ও ঘটনা তদন্তের জন্য আমাদের একটি টিম কাজ করছে। বিস্তারিত তদন্তের পরে জানানো হবে।”