রোববার দেশটির নরশেপিং শহরে দাঙ্গা
চলার সময় পুলিশের গুলিতে তিন জন আহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোথাও কোথাও পাল্টা-প্রতিবাদকারীরা
ডান-উগ্রপন্থিদের পরিকল্পিত সমাবেশকে সামনে রেখে পুলিশের ওপর হামলা চালায়।
সুইডেনের প্রধানমন্ত্রী মাগদালিয়েনা
আনদেসন সহিংসতার নিন্দা জানিয়েছেন।
এক অনলাইন বিবৃতিতে পুলিশ বলেছে,
“গুলিতে তিন জন আহত হয়েছে বলে মনে হচ্ছে এবং তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া
হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে আহত তিন জনকেই গ্রেপ্তার করা হয়েছে।”
আহতদের কারও জখমই প্রাণসংহারী
নয় বলে জানিয়েছে তারা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায়
নরশেপিং শহরের পরিস্থিতি শান্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
ডান-উগ্রপন্থিদের পরিকল্পিত ঘটনাকে
কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে সুইডেনের বিভিন্ন শহরে দাঙ্গার ঘটনা ঘটছে। এসব ঘটনায়
পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। দাঙ্গা চলাকালে বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
ডেনমার্কের ডান-উগ্রপন্থি রাজনৈতিক
দল হার্ড লাইনের নেতা রাসমুস প্যালুদানের নেতৃত্বে একটি প্রতিবাদ সমাবেশের পর বৃহস্পতিবার
থেকে সুইডেনের বিভিন্ন শহরে দাঙ্গা শুরু হয়। খ্রিস্টানদের ইস্টার সানডে পরবের ছুটির
সময় সুইডেনজুড়ে তাকে বেশ কয়েকটি প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়, এই সমাবেশগুলোতে
কোরান পোড়ানো হবে এমন প্রচারণা ছিল।
যেসব শহরে ওই সমাবেশগুলো হওয়ার
কথা ছিল সেগুলোর মধ্যে সুইডেনের রাজধানী স্টকহোম ও লিনশেপিং এবং নরশেপিং অন্যতম।