ক্যাটাগরি

হেলো ইনফিনিট ব্যাটল রয়্যালের খুঁটিনাটি ফাঁস, সঙ্গে অনেক প্রশ্ন

ব্যাটল রয়্যাল মোড নিয়ে সার্টেইন অ্যাফিনিটি কাজ করছে বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন প্রকাশনা ফোর্বস। হেলো ইনফিনিটের নতুন গেইম মোডটির অভ্যন্তরীণ ছদ্মনাম ‘টাটানকা’।

‘ফোর্টনাইট’, ‘অ্যাপেক্স’ বা ‘ওয়ারজোন’-এর মতো বাজারের জনপ্রিয় কিছু গেইমের সঙ্গে মেলে এমন কিছু বিষয়ের কথা উঠে এসেছে ফোর্বসের প্রতিবেদনে।

ফাঁস হওয়া তথ্য-উপাত্ত বলছে, ‘অ্যাপেক্স লেজেন্ডস’-এর মতো দলের সদস্যকে গেইমে ফিরিয়ে আনার জন্য ‘রিস্পন ইন এ ড্রপ পড’ এবং ‘রিস্পন টোকেন’ ফিচার থাকবে হেলো ইনফিনিটের বিআর মোডে। এই ফিচারটি এক পর্যায়ে ‘ফোর্টনাইট’ও নকল করেছে।

এ ছাড়াও আছে ‘সাডেন ডেথ সেটিংস’। অর্থাৎ, গেইমের প্রথম অংশে হেরে যাওয়া সদস্যকে ফিরিয়ে আনার সুযোগ থাকলেও, সম্ভবত একটি নির্দিষ্ট সময় পরে বা গেইমের একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সেই সুযোগ আর থাকবে না।

ব্যাটল রয়্যাল ধাঁচের ভিডিও গেইমের একটা বড় বৈশিষ্ট হচ্ছে, নির্দিষ্ট ‘জোন’-এর বাইরে গেলেই ক্ষতি হতে থাকে গেইমারের। গেইম ভেদে ওই জোনকে কখনো কখনো ঘিরে রাখে বিষাক্ত গ্যাস, কখনো বা বিদ্যুতায়িত হয়ে থাকে জোনের বাইরের অংশ।

ফোর্বসের প্রতিবেদন বলছে, হেলো ইনফিনিটের বিআর সংস্করণে এই জোনকে ডাকা হচ্ছে ‘কনটেইনমেন্ট জোন’ নামে। তবে এই জোনের আকার আদৌ গোলাকার হবে কি না, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

এ ছাড়াও ‘ব্লিড আউট’ এবং ‘এক্সিকিউশন’ নামের আরও দুটি গেইম কৌশল থাকার কথা জানিয়েছে ফোর্বস। সম্ভবত অ্যাপেক্স বা ওয়ারজোন বা অন্যান্য ‘বিআর’-এর মতোই কাজ করবে এই ফিচারগুলো।

এর বাইরেও ডেটা মাইন করে বেশ কিছু ফিচারের খোঁজ পেয়েছেন আগ্রহীরা, যার সঙ্গে ব্যাটল রয়্যাল ধরনের গেইমগুলোতে বহুুল প্রচলিত কিছু কলআউটের মিল রয়েছে।

পাশাপাশি, এতে ‘ক্যাপচার’, ‘সাপ্লাই রান’, ‘ডেস্ট্রয়’ এবং ‘হোর্ড’ নামের কিছু ‘অপারেশন’ রয়েছে। এ ধরনের ‘অপারেশন’-এর সঙ্গে পরিচয় আছে ওয়ারজোন গেইমারদের।

তবে হেলো ইনফিনিট অন্যান্য বিআর গেইমের মতো একই ম্যাপে ৫০ থেকে একশ জনকে খেলার সুযোগ দিতে পারবে কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এআই চরিত্রগুলোর উপস্থিতি থাকবে কি না, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

বাজারের প্রচলিত বিআর গেইমগুলোতে এআই নির্ভর ‘বট’-এর অন্তুর্ভূক্তিকে সাধারণত নেতিবাচক ভাবেই নেন গেইমাররা। আর হেলো ইনফিনিটির বিদ্যমান সংষ্করণগুলাতে এআই-এর উপস্থিতি থাকায় প্রশ্ন উঠেছে, গেইমটির বিআর সংস্করণেও একই পরিস্থিতি তৈরি হবে কি না।

এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি নির্মাতা প্রতিষ্ঠান সার্টেইন অ্যাফিনিটি। তাই, ফাঁস হওয়া তথ্য-উপাত্ত একটি বিআর গেইম মোডের দিকে ইঙ্গিত করলেও নিশ্চিত হওয়ার জন্য গেইমারদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।