ক্যাটাগরি

ঈদে ১৪ হাজার শিশুকে নতুন পোশাক দেবে ডিএনসিসি

সোমবার এই উপহার
দেওয়ার শুরু করে ঈদ পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, “শিশুরা কোথায় খেলবে, কোথায় ঘুরবে,
কোন পরিবেশে বেড়ে উঠবে, সেটি সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের। শিশুদের আনন্দমাখা
শৈশব উপহার দিতে হবে। তাদেরকে সঠিক পরিবেশ নিশ্চিত করে দিতে না পারলে তারা আমাদের দায়িত্ব
নিয়ে প্রশ্ন করবে।”

দখলকারীদের উদ্দেশে
মেয়র আতিক বলেন, “আমি মনে করি প্রকৃত মানুষ কখনও
অন্যের সম্পত্তি দখল করতে পারে না, খাল ভরাট করতে পারে না, পার্ক ও মাঠ দখল করতে পারে
না।”

ঈদ পোশাক বিতরণের
এই অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ডিএনসিসির বিভিন্ন
ওয়ার্ডের কাউন্সিলর, দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস
রুশো, হেড অব স্টেকহোল্ডার্স রিলেশনস শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।