সোমবার
খিলগাঁও এলাকায় খ্যাতনামা এ পিৎজা প্রস্তুতকারক
নতুন শাখা চালু করেছে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এটি
ঢাকায় ডোমিনোজের দশম শাখা।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, ডোমিনোজ পিৎজা
অর্ডার দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই
ভোক্তাদের ডেলিভারি করে আসছে। খিলগাঁওয়েও এমন চিত্র দেখা যাবে।
বাংলাদেশে
ডোমিনোজ পিৎজার ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “খিলগাঁওয়ে সম্প্রতি ডোমিনোজ পিৎজার দশম শাখা প্রতিষ্ঠা কোম্পানির জন্য একটি বড় মাইলফলক।“
কোম্পানিটির
আন্তর্জাতিক ব্যবসা
প্রধান সঞ্জয় মোহতা বলেন, বাংলাদেশ খাদ্যপ্রেমীদের দেশ। আর তাই ডোমিনোজ
পিৎজা সারা ঢাকায় সম্প্রসারণের মাধ্যমে একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। খিলগাঁও আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। আগামী দিনগুলোতে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারব বলে আশা করছি।”
ধানমণ্ডি,
পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারি, লক্ষ্মীবাজার, মিরপুর ১২ এবং মিরপুর
২-এ ডোমিনোজ পিৎজার
আরও ৯টি আউটলেট রয়েছে।