মঙ্গলবার সকালে ধানমণ্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই
কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
বিকাল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয় বলে ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোয়াজ্জেম
হোসেন জানান।
নিহত মো. পলাশ মিয়া (১৯) ময়মনসিংহ
জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের রিকশা চালক জয়নাল আবেদিনের ছেলে। রাজধানীর
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে
পুলিশ জানিয়েছে।
উপপরিদর্শক মোয়াজ্জেম বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে পলাশ ধানমণ্ডির
৫ নম্বর রোডের একটি বাসায় চুরি করতে ওঠে বলে স্থানীয়দের ভাষ্য। চোর চোর বলে ধাওয়া
করে তারা পলাশকে আটক করে এবং গণধোলাই দিয়ে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে।”
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বিকালে তার
মৃত্যু হয়।