সোমবার মধ্যরাত থেকে চলা সংঘর্ষ মঙ্গলবার সকালে গড়ালে ওই ফটকের সামনে দেখা যায় ময়লার স্তূপ।
নিউ মার্কেটের উত্তর-পূর্ব কোণের ৪ নম্বর ফটকের পাশাপাশি দুই নম্বর ফটকের (বলাকা সিনেমার বিপরীতে) সামনেও ময়লার স্তূপ দেখা যায়।
নিউ মার্কেটের দোকানকর্মীদের অভিযোগ, সংঘর্ষের জের ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকালে ভ্যানে করে আবর্জনা এনে ফেলে রেখে যায়। উদ্দেশ্য দোকান যেন না খুলতে পারে।
এ বিষয়ে শিক্ষার্থীদের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার রাতে ক্যাপিটাল হোস্টেলে খাবার খেতে গিয়েছিল ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী। দাম নিয়ে তর্কাতর্কির জেরে দোকানকর্মীরা তাদের পেটায় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে মধ্যরাতে ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা সদলবলে বেরিয়ে নিউ মার্কেটে গেলে বাধে সংঘর্ষ। পুলিশের হস্তক্ষেপে রাতে সংঘর্ষ থাকলেও সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে রূপ নেয়, যাতে শিক্ষার্থী, দোকানকর্মী, ব্যবসায়ী, পথচারী, সাংবাদিকসহ অর্ধশত জন আহত হয়।
রাতের সংঘর্ষ থামার পর সকালে সংঘর্ষ বাঁধার আগেই নিউ মার্কেটের ফটক দুটিতে ময়লার স্তূপ দেখা যায়।
চার নম্বর ফটকের সামনের ফুটপাতের শরবত বিক্রেতা সজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ছাত্ররা গেইটের সামনে ময়লার গাড়ি এনে ময়লা ফেলে যায়। দুই নম্বর ও চার নম্বর, দুই গেইটেই ময়লা ফেলে যায়।”
বদরুল নামে আরেক দোকানি বলেন, “সকালে ময়লা ফেলে ছাত্ররা বলে যায়- দোকান খুলতে দিবে না।”
সকাল থেকে সংঘর্ষের কারণে নিউ মার্কেট মঙ্গলবার খোলেনি। নিউ মার্কেটের পাশাপাশি ওই এলাকায় থাকা অন্য বিপণি বিতানগুলোও খোলেনি।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছুড়ে দেওয়া আগুনে চন্দ্রিমা সুপার মার্কেটের তিন তলায় আগুন লেগে গেলে নিয়ন্ত্রণের চেষ্টায় নিউ মার্কেটের দোকান কর্মচারীরা। ছবি: মাহমুদ জামান অভি
রাতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করতে মিরপুর সড়কে জড়ো হয়েছিল। তখন নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট, চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটের দোকানিরা বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
সাখাওয়াত হোসেন নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, “দফায় দফায় সংঘর্ষের মধ্যে পুলিশ ও ব্যবসায়ীদের দিক থেকে গুলি ছোড়া হয়েছে। আর ছাত্রদের এই দিক থেকে বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।”
দুপুরে নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন্স) হালদার অজিত ঠাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউ মার্কেটসহ আশেপাশের এলাকার সকল দোকান পাট বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে। দোকান কর্মচারীরাও বিচ্ছিন্নভাবে আছে।”