ক্যাটাগরি

নিউ মার্কেট দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ 

মঙ্গলবার প্রথম প্রহরে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার রুমি তাবরেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ মার্কেটের সামনে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।

নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান রাত ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষ চলছে। আমরা টিয়ার গ্যাস ছুড়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

সংঘর্ষের কারণে ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

কী নিয়ে সংঘর্ষ বেঁধেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, নিউ মার্কেটে পোশাক কিনতে গিয়ে তর্কাতর্কির জেরে দোকানকর্মীদের মারধরের শিকার হন তিন ছাত্র। তা থেকে সংঘর্ষের সূত্রপাত।