ক্যাটাগরি

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ‘হামলা চালিয়েছে ইউক্রেইন’

মঙ্গলবার রাশিয়ার বেলগ্রোদ প্রদেশের গভর্নর ভিইচিস্লাভ গ্লাদকোভ টেলিগ্রামে করা এক পোস্টে জানিয়েছেন, গোলোভচিনো গ্রামে চালানো ওই হামলায় এক বাসিন্দা আহত হয়েছেন।

তবে এটি কামান থেকে ছোড়া গোলা, মর্টার, ক্ষেপণাস্ত্র না বিমান হামলা ছিল, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বেলগ্রোদের একটি জ্বালানি ডিপোতে ইউক্রেইন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল রাশিয়া। চলতি মাসের প্রথমদিকে তারা বলেছিল, দুই ইউক্রেইনীয় হেলিকপ্টার খুব নিচু দিয়ে উড়ে গিয়ে ওই জ্বালানি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পাশাপাশি বেলগ্রোদের সীমান্তবর্তী গ্রামগুলোতে বেশ কয়েকবার গোলাবর্ষণ এবং একটি অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায়ও কিইভকে দিয়েছে মস্কো।

২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী দেশটিতে আক্রমণ শুরু করেছে রাশিয়া, যাকে ইউক্রেইনকে নিরস্ত্রীকরণ ও নব্যনাৎসীমুক্ত করার লক্ষ্যে চালানো ‘বিশেষ সামরিক অভিযান’ বলে বর্ণনা করেছে ক্রেমলিন।