আগামী ১০ সেপ্টেম্বর
চীনে শুরু হবে এশিয়ান গেমসের আসর। থাইল্যান্ডে আগামী ৬ মে থেকে শুরু হবে হকির বাছাই।
এশিয়া কাপ হকি শুরু হবে ২৩ মে, ইন্দোনেশিয়ায়।
এ মুহূর্তে হকি দলের
স্থায়ী কোচ নেই। টুর্নামেন্টভিত্তিক দায়িত্ব দেওয়ার পথ নিয়েছে ফেডারেশন। এ দুই টুর্নামেন্টের
জন্য সবশেষ এএইচএফ কাপে দায়িত্ব পালন করা গোবিনাথান ইমানকেই বেছে নিয়েছে দেশের হকির
নিয়ন্তা সংস্থাটি।
গত এশিয়ান গেমসেও বাছাই
খেলতে হয়েছিল বাংলাদেশকে। সেবারের বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ
হয়েছিল দল।
এবারের বাছাইয়ে ১০ দল
নিয়ে হওয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
তবে এখনও গ্রুপিং না হওয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দল: বিপ্লব
কুজুর, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর
রহমান সবুজ, মোহাম্মদ মেহেদী হাসান, রেজাউল করীম বাবু, সারোয়ার হোসেন, রোমান সরকার,
নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন,
রাকিবুল হাসান, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, পুস্কর ক্ষিসা মিমো ও মোহাম্মদ আল নাহিয়ান
শুভ।