ক্যাটাগরি

ইভ্যালির অবসায়ন: রিট আবেদনে পক্ষভুক্ত হচ্ছেন সাবেক চেয়ারম্যান

এর ফলে তিনি এ রিট আবেদনের ১৫ নম্বর বিবাদী হিসেবে গণ্য হবেন বলে মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাই কোর্ট বেঞ্চের আদেশে বলা হয়েছে।

আদালতে শামীমার পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও শামীম আহমেদ মেহেদী। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

ডুবতে বসা ইকমার্স কোম্পানিটি সঠিকভাবে পরিচালনার স্বার্থে এক আবেদনের প্রেক্ষিতে এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কোম্পানিতে থাকা শামীমার ৫০ শতাংশ শেয়ার তার মা ফরিদা তালুকদার ও ছোট বোনের স্বামী মো. মামুনুর রশিদকে হস্তান্তরের অনুমতি দেয় আদালত।

আইনজীবী মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক আবেদনের প্রেক্ষিতে শামীমা নাসরিনকে রিট মামলায় পক্ষভুক্ত করার বিষয়ে আদেশ দিয়েছে কোর্ট। এর আগে তার মালিকানায় থাকা শেয়ারের মধ্যে ৫০ শতাংশ শেয়ার তার বাবা-মা ও বোনের স্বামীকে হস্তান্তরের বিষয়ে আদালত আদেশ দিয়েছিল, এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে।”

এছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের ইভ্যালিতে থাকা শেয়ারের মধ্যে দুই লাখ শেয়ার স্বজনদের মধ্যে হস্তান্তরে আদালতে একটি আবেদন জানানো হয়েছে।

রাসেল কারাগারে থাকায় এ বিষয়ে কোনো আদেশ হয়নি বলে জানান মেহেদী।

আট মাস কারাবন্দির পর জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হন সাবেক চেয়ারম্যান শামীমা; যিনি ইভ্যালির উদ্যোক্তা রাসেলের স্ত্রী।

জামিন পাওয়ার তিন দিন পর ৯ এপ্রিল এক আলোচনায় যুক্ত হয়ে শামীমা নতুন করে ইভ্যালিকে ‘ঘুরে দাঁড়াতে’ গ্রাহকদের কাছে আরও কিছুদিন সময় চান।

গ্রাহক ঠকানোর অভিযোগের মধ্যে ইভ্যালির অবসায়ন চেয়ে এক গ্রাহকের আবেদনে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ই কমার্স প্ল্যাটফর্মটির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট।

ওই আদেশে বলা হয়েছিল, বিক্রি, হস্তান্তর বা অন্য কোনো উপায়ে ইভ্যালির সম্পদে কেউ হাত দিতে পারবে না।

সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞার পাশাপাশি ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, সেই কারণ দর্শাতেও বলা হয়।

পরে ৩০ সেপ্টেম্বর রিট আবেদনকারীদের পক্ষে পরিচালনা পর্ষদ গঠনে আরজি জানালে ইভ্যালির যাবতীয় নথি তলব করে হাই কোর্ট।

সে অনুযায়ী রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস নথি দাখিল করলে গত বছরের ১৮ অক্টোবর হাই কোর্ট ইভ্যালির ব্যবসা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিতে পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করে দেয়।

এ পর্ষদের চেয়ারম্যান করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে।

পর্ষদে সদস্য হিসেবে রাখা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। এ পর্ষদে রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন আছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।

আরও পড়ুন

জামিনে বেরিয়ে ‘নতুন শুরুর’ কথা বললেন ইভ্যালির শামীমা
 

ইভ্যালির সম্পদ বিক্রিতে আগের নিষেধাজ্ঞা তুলে নিল হাই কোর্ট
 

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন কারামুক্ত
 

ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা
 

ইভ্যালির ব্যবস্থাপনায় পর্ষদ করে দিল আদালত