ক্যাটাগরি

খলায় ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বেলংকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদীন জানান।

নিহতরা হলেন- বেলংকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আছমা আক্তার (৫৬) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)।

ওসি বলেন, ভোরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির আশঙ্কা দেখা দিলে মা ও মেয়ে বাড়ির কাছাকাছি খলায় (ধান কেটে যেখানে মাড়াই করা হয়) ধান ঢেকে রাখার কাজ শুরু করেন। এ সময় বজ্রপাতে দুজনেই দগ্ধ হন।

সঙ্গে সঙ্গে তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।