লা লিগায় রেলিগেশন অঞ্চলের কাছাকাছি থাকা কাদিসের বিপক্ষে সোমবার কাম্প নউয়ে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে তারা এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে ১৫ পয়েন্টে।
লা লিগায় এমন হারের হতাশা এলো ইউরোপা লিগ থেকে ছিটকে পড়ার ক্ষত শুকানোর আগেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর ইউরোপা লিগকে ঘিরে সান্ত্বনার আশায় ছিল তারা। কিন্তু সেখানেও পথচলা শেষ সেমি-ফাইনালের আগেই। কদিন আগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে নিজেদের আঙিনায় হেরে বাদ পড়ে গেছে তারা কোয়ার্টার-ফাইনাল থেকে।
এই দুই ম্যাচের আগে কিছুটা আশার আলো দেখছিল বার্সেলোনা। শাভির কোচিংয়ে দল অনেকটা গুছিয়ে উঠেছিল বলেই মনে হচ্ছিল। পুরনো দিনের কিছু ঝলকও দেখা যাচ্ছিল। কিন্তু আবার তারা সেই দুঃসময়ের চক্রে পড়ে গেল।
কাদিসের বিপক্ষে হারার জন্য শাভি দায় দিলেন গোলের সুযোগ হাতছাড়া করাকে। তবে এই দুই ম্যাচের হতাশাকে পেছনে ফেলে তিনি তাকাতে চান সামনে।
“তিন পয়েন্ট নেওয়ার জন্য যত সুযোগ প্রয়োজন, তার চেয়ে বেশিই পেয়েছিলাম আমরা। কিন্তু নিতে পারিনি। এখান থেকেই মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।”
“যত দ্রুত সম্ভব আমাদের ফর্ম বদলে ফেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো জায়গায় আমরা উঠে আসতে পেরেছি বটে, তবে এখান থেকে এগিয়ে যেতে হবে। এই সপ্তাহটি আমাদের জন্য ছিল খুব বাজে। তবে দ্রুতই আমাদের এই অবস্থা বদলে ফেলতে হবে।”